বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে প্রায় ১৮ শতাংশ ম্যানেজমেন্ট ব্যয় বেশি করেছে। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, রূপালি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমার থেকে ৩ কোটি ৭০ লাখ টাকা বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে। যা বেঁধে দেওয়া সীমার থেকে ১৭.৭৫ শতাংশ বেশি।
এদিকে রূপালি ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ লীজ সম্পদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস)-১৬ পরিপালন করছে না বলে জানিয়েছে নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালি ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৬ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৩.৬৯ শতাংশ। কোম্পানিটির শনিবার (১২ জুন) শেয়ার দর দাড়িঁয়েছে ৫০.৩০ টাকায়।
আরও পড়ুন…….
ডেফার্ড ট্যাক্স জটিলতায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২১/আরএ
One thought on “ম্যানেজমেন্ট ব্যয় ১৮ শতাংশ বেশি করেছে রূপালি ইন্স্যুরেন্স”